আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শূন্যের বিশ্বরেকর্ড গড়েছেন দাসুন শানাকা। পাকিস্তানের বিপক্ষে ক্রিজে এসেই শানাকা ক্যাচ দেন উইকেটরক্ষক মোহাম্মদ হারিসের হাতে। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বাধিক ১৪ বার শূন্য রানে আউট হলেন শানাকা।
ওয়ানডে শেষে বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে শ্রীলঙ্কা। আসন্ন সিরিজের জন্য চারিথ আসালঙ্কার নেতৃত্বে ১৭ সদস্যেল দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। এক বছর পর দলে ফেরানো হয়েছে দাসুন শানাকাকে।